কাকে শুধাই রে সেই মুরশিদ, কে বলবে আমায়।
পশু-বধ করিলে খোদা কিসে খুশি হয়।
ইব্রাহিম নবীরে শুনি
আদেশ করেন আল্লা গণি
প্রিয় বস্তু দাও কোরবানি
দুম্বা, পুত্র বলির আদেশ কোথায়।
মরণের আগেতে মরা
আপন প্রাণ কোরবানি করা
প্রাণ অপেক্ষা যে পেয়ারা
তবে কি বুঝায় শরায়।
মাবিয়া আপনার জান
আরেফেতে দেয় বলিদান
নবীজী হাদিসে ফরমান
মউত আনতা কবলল মউত৷
কেমনে হবে কোরবানি
সে ভেদ প্রকার লই জানি
লালন বলে, কোথায় শুনি
হবে সাঁইর কোরবানি সে এক্তেদায়॥
————-
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৮-৯। ৩য় স্তবকে “মউত আন্তা কবুল মউতা” চরণে অন্ত্যমিল রক্ষিত হয় নি। সম্ভবত কোন শব্দ লোপ পেয়েছে।
Leave a Reply