ও রে আল্লার আশকি যে হয়,
আশকের জোরে গগনের চাঁদ
টেনে পাতালে নামায়।
নাম জপে না, কাম করে না।
সদায় দিল আশিক দেওয়ানা
তাইতে কি আর সই রব্বানা
কেবল মদদ দেয়।
সুঁই ছিদ্রে চালায় হাতি
বিনে তেলে জ্বালায় বাতি
কখন হয় তার নিষ্ঠা রতি
কেবল ঠাঁই-অঠাঁই সে রয়।
আশিকে মাশুকে নামাজ
শুদ্ধ দেলে হয় তার কাজ
লালন বলে, শৃগালের কাজ
দিয়া সিংহের দায়।।
————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০২-০৩, ৭ম খণ্ড পৃ. ৩৯৪ (উভয় গ্রন্থের সমন্বয়ে পাঠটি নির্ণয় করা হয়েছে। ধুয়ার ২য় চরণে ‘পাতালের’ স্থলে ‘মর্ত্যে’ কথান্তর আছে।)
Leave a Reply