এখন আর ভাবলে কি হবে।
কৃত-কর্মার লেখাপড়া আর কি ফিরিবে।
তুষেতে পাড় কেউ যদি দেয়
আর কি তাতে দানা বের হয়
মন হল সেই তুষের ন্যায়
বস্তুহীন ভবে।
কর্পূর উড়ে যায় রে যেমন
গোলমরিচ মিশায় তার কারণ
মন হতো গোলমরিচ তেমন
বস্তু কেন যাবে।
কথার চিড়ে হাওয়ার দধি
ফলার দিলে নিরবধি
লালন বলে, অমনি প্রাপ্তি
কেন না পাবে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ৮৭; লালন-গীতিকা, পৃ. ৩০৫
‘বাংলার বাউল ও বাউল গানে’ নিমের পাঠভেদ আছে :
ধুয়ার ২য় চরণ– কৃতকর্মার লেখাজোখা আর কি ফিরিবে।
অন্তরার ১ম ও২য় চরণ– তুষে যদি কেউ পাড়ও দেয়।
তাতে কি আর চাল বাহির হয়।
সঞ্চারীর ৩ ও ৪র্থ চরণ– মন যদি হোত গোলমরিচের মতন
বস্তু যায় কবে।।– পৃ. ৮৭-৮৮
Leave a Reply