উপরোধে কাজ দেখ রে ভাই,
ঢেঁকি গেলার মতো।
ও রে তা যায় না গেলা
ওলা গলা ফেড়ে হয় সে হত৷
মনটা যাতে রাজি হয়
প্রাণটা তাতে আপনি যায়
পাথর দেখে শোলার মতো।
আবার বেগার ঠেলা
ঢেঁকি গেলা
টাকশালে সই নাই তো।
মুচির চাম-কেটোতে গঙ্গা মা
কোন গুণে যায় দেখ না
কেউ ফুল দিও পায় না তো।
মন যাতে নয়
পূজলে কি হয়
ফুল দিয়ে শত শত ৷
যার মনে যা লাগে ভাই
করুক করুক তাই
তার গোল কেন আর এতো।
লালন বলে,
লাথিয়ে পাকালে
সে ফল কি হয় মিঠো।।
————
৬১৭. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৭-৫৮; ললন-গীতিকা, পৃ. ৩০৮-০৯
‘বাংলার বাউল– বাউল গানে’ ধুয়ার ৪র্থ চরণ “ওলা-গেল। কার হয় সে তো।” এবং ভনি. “লানি বলে লাথিযে কালে/সে ফল হয় না মিঠে, হয় তিতো”– এরূপে সংকলিত হয়েছে।– পৃ. ৭৬-৭৭। ভনিতার চরণটি “লালন বলে লাগিয়ে পাকালেসে ফল হয় তিতো”– এভাবে পুনর্গঠন করা যায়।
Leave a Reply