আপন মনের গুণে সকলি হয়।
(ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়।
মুসলমানের মক্কাতে মন
হিন্দুতে করে কাশী ভ্রমণ
(ও রে) মনের মধ্যে অমূল্য ধন
কে দূরে যায়।
জাতে সে জোলা কবীর
উড়িষ্যায় তাহার জাহির
বার জাত তের দুয়ারী।
তার তোড়ানি খায়৷
রামদাস সেই মুচির ছেলে
গঙ্গা মাকে হরে নিলে
………
চাম-কাটুয়ায়।
কত জনা ঘর ছেড়ে
জঙ্গলে বাঁধে কুঁড়ে
লালন কয়, রিপু ছেড়ে
যাবি কোথায়।।
————
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৮১-৮২ (সঞ্চারীর ৩য় চরণটি না থাকায় ‘ডট’ চিহ্ন দেওয়া হয়েছে।)
কথান্তর :
(১) আপন মনের গুণে সকলই হয়।
পিড়ে নেয় পেড়োর খবর,
কেউ দূরে যায়।
জাতিতে জোলা ফকির
উড়িষ্যায় তাহার জাহির
বার দেশ জুড়ে তাহার
তুড়ানি যায়।
রামদাস রাম বলে
জাতিতে মুচির ছেলে
গঙ্গা তাকে নিল কোলে
চামড়ার ঠোটায়া।
আপন মনোগুণে
বনে কেউ বাঁধে কুঁড়ে
লালন কয়, রিপু ছেড়ে
কেলি কোথায়।।– লালন-গীতিকা, পৃ. ৩৮-৩৯
(২)
আপন মনের গুণে সকলই হয়।
পিড়ায় পায় পেড়োর খবর
সেই দূরে যায়।
নামটি রামদাস বলে
জাতি সে মুচির ছেলে
গঙ্গা আনিল হরে
চাম কাটুয়ায়।
ভক্ত সে জোলা কবীর
উড়ষ্যায় তাহার জাহির
ছত্রিশ তারই ধাড়ী
তুড়ানী খায়।
কত জন ঘর ছেড়ে
জঙ্গলে বাঁধে কুঁড়ে
লালন কয়, রিপু ছেড়ে
যাবা কোথায়।।– বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৬
Leave a Reply