রাধারাণী ঋণের দায়, গৌর এসেছে নদীয়ায়।
বৃন্দাবনের কানাই আর বলাই।
নৈদে এসে নাম ধরেছে।
গৌর আর নিতাই।
কবে মা যশোদা বেন্ধেছিল,
হাত বুলাইলে জানা যায়।
বৃন্দাবনের ননী খেয়ে
পেট তো ভরে নাই।
নৈদে এসে দৈ-চিড়াতে
ভুলেছে কানাই।
তুমি কোন ভাবেতে কোপনি নিলে
সেই কথা বল আমায়।
তুমি কৃষ্ণ হরি দয়াময়।
তোমাকে যে চিনতে পারে
অধীন লালন কয়।
তুমি ধরতে গেলে না দাও ধরা,
কেবল গোপীগণের মন ভোলাও।।
————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১২২, ৭ম খণ্ড, পৃ. ৪০২
Leave a Reply