ভজ রে আনন্দের গৌরাঙ্গ।
যদি তরিতে বাসনা থাকে,
ধর রে মন সাধুর সঙ্গ।
সাধুর গুণ যায় না বলা
শুদ্ধ চিত্ত অন্তর খোলা
সাধু দরশনে যায় মনের ম’লা
পরশে প্রেম-তরঙ্গ।
সাধু জনার প্রেম-হিল্লোলে
কত মাণিক মুক্তা ফলে
সাধু যারে কৃপা করে
প্রেমময়ে দেয় প্রেম-অঙ্গ।
এক রসে হয় প্রতিবাদী
এক রসে ঘুরছে নদী
এক রসে নৃত্য করে
নিত্য রসের গৌরাঙ্গ।
ফকির লালন বলে, পূর্ব সোঙর দূরে যাবে
কর রে সতের সঙ্গ।
সাধুর সঙ্গ-গুণে রং ধরিবে
পাইবে প্রাণের গোবিন্দ৷।
————
হারামণি, ৮ম খণ্ড, পৃ. ১-২
আভোগের স্তবকটি সম্প্রসারিত হয়েছে। এর সুর-কাঠামো ভিন্ন। লালনের গানে সচরাচর এরূপ ব্যতিক্রম দেখা যায় না।
Leave a Reply