ব্রজের সে প্রেমের মর্ম সবাই কি জানে।
শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হল যে প্রেম সাধনে
সামান্য বিশ্বাস রতি
মৃণাল চলে যুগল গতি
বিশ্বাস সাধিতে বাদী
হয় গো-সামান্যে।
প্রেমময়ী কমলী রাই
কমলাকান্তের কামরূপ সদায়
কামী প্রেমী সে দুজন হয়
প্রণয় কেমনে।
সহজে সেই রাই রতি দান
শ্যাম-রতির কৈ হয় সে প্রমাণ
লালন বলে, তার কি সন্ধান
পায় গুরু বিনে।।
————
লালন-গীতিকা, পৃ. ২৩৩-৩৪
Leave a Reply