বল স্বরূপ কোথায় আমার সাধের সারী,
যার জন্যে হয়েছি রে দণ্ডধারী।
কোথা সে নিকুঞ্জবন
কোথা সে যমুনা এখন
কোথা সে গোপিনীগণ
আহা মরি!
রামানন্দের দরশনে
দৃষ্ট ভাব উদয় মনে
যাই আমি কাহার সনে
সেই পুরী।
আর কি সেই সঙ্গী পাব
মনের সাধ পুরাবো
পরম আনন্দে রব
ঐ রূপ হেরি৷
গৌরচাঁদ ঐ দিন বলে
আকুল হয় তিলে তিলে
লালন কয়, সেহি লীলে
সু-মাধুরী।।
————
লালন-গীতিকা, পৃ. ২৩১-৩২
কথান্তর :
বল, স্বরূপ কোথায় আমার সাধের প্যারী।
যার জন্য হয়েছি রে দণ্ডধারী।
রামানন্দ দরশনে
পূর্ব ভাব উদয় মনে
যাব আমি কার বা সনে
সেহি পুরী।
আর কি সেই সঙ্গ পাব
মনের সাধ মিটাইব
পরমানন্দে রব
সেই রূপ হেরি।
কোথায় নিকুঞ্জবন
কোথায় যমুনা উজান
কোথা পোপ-গোপীগণ
আহা মরি!
গৌরাঙ্গ ঐ দিন বলে
আকুল হয় তিলে তিলে
লালন কয়, ব্রজলীলে
কি মাধুরী।।
বাউল কবি লালন শাহ, পৃ. ২৯৬-৯৭
Leave a Reply