বল রে বলাই, তোদের ধরম কেমন হারে।
তোরা বলিস চিরকাল
ঈশ্বর ঐ গোপাল
মানিস কৈ রে।
বনে যত বনফল পাও
এঁটো করে গোপালকে দাও
তোদের এ কেমন ধর্ম
বল সেই মর্ম
আজ আমারে।
গোষ্ঠে গোপাল যে দুঃখ পায়
কেঁদে কেঁদে বলে আমায়
তোরা ঈশ্বর বলিস যার
স্কন্ধে চড়িস তার
কোন বিচারে।
আমারে বুঝাও রে বলাই
তোদের তো সে ভাব দেখি নাই
ফকির লালন বলে, তার
ভাব বোঝা ভার
এ সংসারে।।
————
লালন-গীতিকা, পৃ. ২৩৫-৩৬; হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১০ (ধুয়ার ২য় চরণে “তোরা বলিস সব রাখাল” এবং আভোগের ২য় চরণে “তোদের কি বুদ্ধি জ্ঞান নাই”– এরূপ পাঠভেদ আছে। এ ছাড়াও সঞ্চারী ও আভোগের স্থান-বদল হয়েছে।)
Leave a Reply