ধন্য ভাব গোপীভাব আহা মরি মরি,
যাতে বাঁধা ব্রজের শ্রীহরি।
ছিল কৃষ্ণের প্রতিজ্ঞা এমন
যে ভাবে যে করে ভজন
তাইতে হয় তারি।
সে প্রতিজ্ঞা তার
না রহিল আর
করলে গোপীর ভাবে মন চুরি।
ধর্মাধর্ম নাই যে বিচার
কৃষ্ণ-সুখে সুখ গোপিকার
হয় নিরন্তরি।
তাইতে দয়াময়
গোপীরে সদায়
মনের ভ্রমে জানতে নারি।
গোপীভাব সামান্য বুঝে
হরিকে না পেল খুঁজে
শ্রীনারায়ণী।
লালন কয়, এমন
আছে কতজন
বলতে হয় দিন আখেরি।।
————
লালন-গীতিকা, পৃ. ২৪৬-৪৭
Leave a Reply