গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়,
এখন আমার প্রাণ বাঁচা ভার, করি কি উপায়
ইন্দ্র বারি শাসিত করে
উজান ভাটা বাইতে পারে
সে ভাব আমার নাই অন্তরে
কোট সাধি কথায়।
একে সে প্রেম-নদীর জলে
থায় মেলে না নোঙ্গর ফেলে
বেহুসারি নাইতে গেলে
কাম-কুমীরে খায়।
গৌর প্রেমের এমনি লেটা
আসতে ভাটা যেতে ভাটা
বুঝে মুড়ালাম মাথা
অধীন লালন কয়।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১০৯; লালন-গীতিকা, পৃ. ১১৩; বাউল কবি লালন শাহ, পৃ. ২৯৫
(এখানে অন্তরা-সঞ্চারীর স্থান-বদল হয়েছে। আভোগের ২য় চরণ “আসতে বাধা যেতে বাধা”- এরূপে লেখা হয়েছে।); লালন-সঙ্গীত, পৃ. ২৫০ ( এখানেও শব্দগত কিছু কথান্তর আছে।)
Leave a Reply