কোন রসে প্রেম সেধে হরি
গৌর বর্ণ হল সে।
না জেনে সে প্রেমের অর্থ
প্রেম যাজন কবে হয় কিসে৷
প্রভুর যে মত, ঐ মত সার
আর যত সব যায় ছারখার
আমি তাইতে ঘুরি কিবা করি
ব্রজের পথ না পাই দিশে।
অনেকে কয় অনেক মতে
ঐক্য হয় না মনের সাথে
ও সে ব্রজতত্ত্ব পরম অর্থ
ফিরি তাই জানার আশে।
কামী থেকে নিষ্কামী কি হয়
আজব একটা এও শুনা যায়
ও সে তার মর্ম কে মোরে কয়
লালন তাই ভাবে বসে।।
————
লালন-গীতিকা, পৃ. ৩৩২-৩৩
Leave a Reply