কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে।
তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া,
কে তবে মথুরায় রাজা হলে।
কৃষ্ণ রাধা ছাড়া তিলার্ধ নাই
ভারত পুরাণে তাই কয়
তবে ধনি কেন দুর্জয়।
বিচ্ছেদ এ জগতে জানালে।
সবে বলে অটল হরি
সে কেন হয় দণ্ডধারী
কিসের অভাব তারি
ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে।
নিগম খবর জানা গেল
কৃষ্ণ হইতে রাধা হ’ল
তবে কেন এমন বলো
আগে রাধা পাছে কৃষ্ণ বলে।
কৃষ্ণ-লীলার লীলা অথাই
থাই দিবে কেউ সে সাধ্য নাই
কি ভাবিয়ে করে যাই
লালন বলে, প’লাম নিষম ভোলে।।
————
লালন-গীতিকা, পৃ. ২৪৪-৪৫।
Leave a Reply