কে আজ কোপীন পরালে তোরে।
তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে।
একা পুত্র তুই রে নিমাই
অভাগিনীর আর কেহ নাই
কি দোষে আমায়
ছেড়ে রে নিমাই
ফকির হ’লি এমন বয়সে রে।
মনে ইহাই ছিল তোরি
হ’বি রে পথের ভিখারী
তবে কেন বিয়ে।
করলি পরের মেয়ে
কেমনে আমি আজ রাখবো ঘরে।
ত্যাজ্য করে মাতাপিতা
কি ধর্ম আর করবি কোথা
মায়ের কথায় চল,
কোপীন খুলে ফেল
লালন কয়, যেরূপ যার মায়ে কয় রে।।
————
লালন-গীতিকা, পৃ. ২২০-২১
Leave a Reply