কি ছার রাজত্ব করি।
গোপাল হেন পুত্র আমার
অক্রুর এসে করলে চুরি৷
মিছে রাজা নামটি আছে
লক্ষ্মী সে তো গা তুলেছে
যে হতে গোপাল গিয়েছে
সেই হতে অন্ধকার পুরী।
নন্দ যশোদার ছিল
অক্রূর শনি বিষম কাল
প্রাপ্ত-কৃষ্ণ হরে নিল।
লালন কয়, এ দুখ ভারি।।
————
লালন-গীতিকা, পৃ. ২৪৬ (এখানে সম্ভবত সঞ্চারী স্তবকটি নেই।)
Leave a Reply