কার ভাবে এ ভাব বল রে কানাই।
রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই।
ভেবে তোর এ ভাব বুঝিতে নারি
আজ কিসের কাঙাল আমার অটলবিহারী।
ছিল অগোর চন্দন
যে অঙ্গে ভূষণ
সে অঙ্গ আজ কেন লুণ্ঠিত ধরায়।
ব্রহ্মাণ্ড ভাবুক যার ভাবিয়ে
সে ভাবুক আজ কাহার ভাব নিয়ে।
একি অসম ভাব ভাবনা
সম ভাবে কোন জনা
মরি মরি ভাবের বলিহারি যাই।
অনুভাবে ভেবে কতই করি সার
শ্যামচাঁদের উত্তম কি চাঁদ আছে আর।
করে চাঁদে চাঁদ হরণ
সেহি বা কেমন
ভক্তিবিহীন লালন বসে ভাবে তাই।।
————
৫৫৭. লালন-গীতিকা, পৃ. ২০৯-১০ (সুর ও ছন্দের প্রতি লক্ষ্য রেখে কোন কোন চরণ পুনর্বিন্যস্ত করা হয়েছে।)
Leave a Reply