ওই গোরা কি শুধুই গোরা, ও গো নাগরী।
দেখ দেখ ঠাউরে দেখ কেমন শ্রী৷
শ্যাম-অঙ্গে গৌরাঙ্গ মাথা
নয়ন দুটি বাঁকা
মনে যেন দিচ্ছে দেখা
ব্ৰজের হরি।
না জানি কোন ভাব লয়ে
এসেছে শ্যাম গৌর হয়ে
ক’দিন বা রাখবে ঢাকিয়ে
নিজ মাধুরী।
যে হোক সে নাগরা
করবে কুলের কুল সারা
লালন বলে, দেখবে যারা
সৌভাগ্য তারি।।
————
লালন-গীতিকা, পৃ. ২১৪
Leave a Reply