ও যাবে রে স্বরূপ কোন পথে।
স্বরূপ আয় রে আয়, আমায় ব্রজের পথ দেখায়ে দে।
যার জন্যেতে ঝরে নয়ন
তারে কোথায় পাই রে এখন
যাব আমি শ্রীবৃন্দাবন
আমায় ব্রজের পথ দেখায়ে দে।
দেখ রে তার নন্দের কুমার
মনে বাঞ্ছা হয় রে আমার
মিনতি করি হে তোমার
পথ না পারি তো চিনিতে।
দেখিলাম সে গোকুলের চান্দ
জুড়ায় না মোর মন-নয়ন চান্দ
লালন বলে, গোকুলের চান্দ
দেহ কেন্দে হয় আমার চিতে।।
————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১২১
Leave a Reply