ও গো রাই, সায়রে নামলো শ্যামরায়।
তোরা ধর গো হরি ভেসে যায়।
রাই প্রেমের তরঙ্গ ভারি
তারে ঠাঁই দিতে কি পারবে গো হরি।
ছেড়ে রাজস্ব
প্রেমে ঔদাস্য
কৃষ্ণের চিন্তা কেতা ওড়ে গায়।
চার যুগেতে ঐ কেলে সোনা
তবু শ্রীরাধার দাস হইতে পারলে না।
যদি হইত দাস
যেত অভিলাষ
তবে আসবে কেন নদীয়ায়।
তিনটি বাঞ্ছা অভিলাষ করে
হরি জন্ম নিলেন শচীর উদরে।
সিরাজ-চরণ
ভেবে কয় লালন
সে ভাব জানলে সে জন রসিক হয়।।
————
লালন-গীতিকা, পৃ. ২৩০; হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৪২৩
উভয় গ্রন্থের সাহায্যে পাঠটি গৃহীত হল। হারামণিতে কয়েকটি অপূর্ণ চরণ আছে। অন্তরার পাঠভেদ নিম্নরূপ:
তারে ঠাঁই দিতে পারবেন কি শ্রীহরি
ছেড়ে রাজ্যাসন
প্রেমের হুতাশন
প্রভুর চিন্তা কেতা উড়ে গায়।।- পৃ. ৪২৩
Leave a Reply