ও কালার কথা কেন বল আজ আমায়।
যার নাম শুনলে আগুন লাগে গায়।
তুমি বৃন্দে নামটি ধর
জলে অনল দিতে পার
রাধারে ভোলাতে তোর
এবার বুঝি কঠিন হয়।
যে কৃষ্ণ রাধার অলি
তারে ভোলায় চন্দ্রাবলী
সে কথা আর কারে বলি
ঘৃণায় জীবন যায়।
শতেক ও হাঁড়ি চাকা
রাই বলে ধিক তারে দেখা
লালন বলে, এবার বাঁকা
সোজা হবে মানের দায়।।
————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১/; লালন-গীতিকা, পৃ. ২৫৩ (এ গ্রন্থে সঞ্চারীর ৩য়-৪র্থ চরণে “এ কথা শুনে ঘৃণায়/এ জীবন যায়।“ এবং আভোগের ১ম চরণে “শতেক হাঁড়ির ব্যঞ্জন চাকা”– এরূপ পাঠভেদ আছে।)
Leave a Reply