এখন কেন কাঁদছো রাধা বসে নির্জনে।
ও রাধে সেইকালে মান করেছিলি
সেই কথা তোর নেই মনে৷
ও রাধে কেন কর মান
ও কুঞ্জে আসে না যে শ্যাম
জলে আগুন দিতে পারি
বিন্দে আমার নাম।
ও রাধে হাত ধরে প্রাণ সঁপে দিলি
সেই কথা তোর নেই মনে।
আমরা সব সখী মিলে
একটি বনফুল তুলে
বিনে সুতায় মালা গেঁথে
দিব শ্যামের গলে।
লালন কয়, রাধা বানিয়ে
বসবো শ্যামের বামে।।
————
বাউল কবি লালন শাহ, পৃ. ১৬৯
Leave a Reply