স্বরূপ রূপে নয়ন দেরে।
দেখবি সে রূপের রূপ,
কেমন সে রূপ ঝলক মারে।
স্বরূপ বিনে রূপ দেখা
সে তো কেবল মিথ্যা ধোকা
সাধকের লেখাজোখা
স্বরূপ শক্তি সাধন-দ্বারে।
অবতার আর অবতরি
দুই রূপে যুগল তারি
তাহে রূপ চড়নদারী
রূপের রূপ বলি যারে।
শূন্য ধ্যানের ধ্বজা স্বরূপ
তারে আজ ভাবিও বেরূপ
সিরাজ সাঁই বলে রে, রূপ
সাধবি লালন কেমন করে৷।
————
লালন-গীতিকা, পৃ. ৭৪
Leave a Reply