সে যারে বোঝায় সেই বোঝে।
মকরউল্লার মকর বোঝা সাধ্য কার আছে৷
যথায় কালা তথায় আল্লা
এমনি রে সে মকরউল্লা
অবোধের মক্কা হৈলা
তাই সদায় খোঁজে।
এরফানি কেতাবের ভাই
হরফ নোকতা কিছুই তার নাই
তাই ঢুঁড়িলে খোদারে পাই
খোদে বলেছে।
এলেম লাদুনি হয় যার
সর্বভেদে মালুম তার
লালন কয়, ছটাক মোল্লার
দড়বড়ি মিছে।৷
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪৬-৪৭
Leave a Reply