সে কি আমার কথার কথা,
আপন বেগে আপনি মরি।
দয়াল হরি এসে হৃদয় বসে
করে আমার মন-চুরি।
দেখলাম যারে ঘুমের ঘোরে
চেতন হয়ে পাই না তারে
লুকাইল কোন শহরে।
নব রসের রস-বিহারী।
কি বা গৌর রূপ লম্পটে
ধৈর্য ডুরি দেয় গো কেটে
লজ্জা-শরম যায় গো ছুটে
ঐ রূপ যখন মনে করি।
চাতক রইল মনের আশে
ফাঁকি দিয়া আর না আসে
(ফকির) লালন বলে, তাই সে
আমাকে করলে গৌর বরাবরি৷।
————
বাউল কবি লালন শাহ, পৃ.২৭৮-৭৯।
Leave a Reply