সামান্যে কি তার মর্ম জানা যায়।
হৃদ-কমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়।
দুগ্ধে জল মিশাইলে
বেছে খায় রাজহংস হলে
কার সাধ যদি হয় সাধন-বলে
হয় সে হংসরাজের ন্যায়।
মানুষে মানুষের বিহার
মানুষ হইলে দৃষ্ট হয় তার
সে কি বেড়ায় দেশ-দেশান্তর
পিড়েয় পেঁড়োয় খবর পায়।
পাথরেতে অগ্নি থাকে
বের করতে হয় ঠুকনি ঠুকে।
দরবেশ সিরাজ সাঁই দেয় অমনি শিক্ষে
বোকা লালন সঙ নাচায়৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৪; লালন-গীতিকা, পৃ. ৭২-৭৩; লালন ও তাঁর গান, পৃ. ৮৪-৮৫
কথান্তর :
ও কি সামান্যে তার মর্ম পাওয়া যায়।
ও তার হদি কমলে উদয় হলে অজান খবর জানা যায়৷
দুধে যেমন ননী থাকে
ধরে খায় রাজহংস হয়ে
কারো মন যদি চায় সাধু হতে
ঐ সে রাজহংস সে কয়।
পাথরেতে অগ্নি থাকে
বাইর কর্যা ন্যাও ঠুকরী ঠুকে
বোকা লালন চাঁদ তাই কয়
সামান্যে কি তার মর্ম পাওয়া যায়।।
হারামণি, ১ম খণ্ড, পৃ. ১১৭-১৮; ৫ম খণ্ড, পৃ. ৮০। এরূপ অসম্পূর্ণ ও বিকৃত পাঠ গ্রহণযোগ্য হতে পারে না।
Leave a Reply