সাঁইর লীলা দেখে লাগে চমৎকার।
সুরাতে করিল সৃষ্টি, আকার কি সে
নিরাকার।
আদমেরে পয়দা করে খোদ সুরাতে
পরওয়ার।
সুরাত বিনে পয়দা কিসে হইল সে
হঠাৎকার।
নূরের মানে হয় কোরান, কি বস্তু সে
নূর তাহার।
নিরাকারে কি প্রকারে নূর চুয়ায়ে
হয় সংসার।
আহমদি রূপে হাদি দুনিয়ায়
দিয়াছে বার।
লালন বলে, মনে দেলে সেও তো বিষম
ঘোর আমার।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৩; লালন-গীতিকা, পৃ. ১৯০-৯১ (ভনিতায় ‘মনে দেলে’ স্থলে ‘শুনে দেখে’ কথান্তর আছে ); বাউল কবি লালন শাহ, পৃ. ১৩৫-৩৬
‘বাংলার বাউল ও বাউল গানে’ ৫ম ও ৬ষ্ঠ চরণ এভাবে সংকলিত হয়েছে :
নূরের মানে হয় কোরানে,
নূর বস্তু সে নিরাকার প্রমাণে
কেমন করে নূর চুয়ায়ে হয় সংসার।।– পৃ. ৩৩
Leave a Reply