সই আমার কখন খেলে কোন খেলা।
জীবের কি সাধ্য আছে তাই বলা
কখনো ধরে আকার
কখনো হয় নিরাকার
কেউ বলে সাকার, সাকার
অপার ভেবে হই ঘোলা৷
অবতর অবতরী
সে তো সম্ভাবে তারি
দেখ জগত ভরি
এক চাঁদে হয় উজালা।
ভাণ্ড ব্রহ্মাণ্ড মাঝে
সই বিনে কি খেল আছে
লালন কয়, নাম ধরেছে
কৃষ্ণ করিম কালা৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৭-৩৮
‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণে “জীবের কি সাধ্য আছে, শুনে পড়ে তাই বলা।” এরূপ পাঠভেদ আছে।– পৃ. ১৮৬-৮৭
‘বাংলার বাউল ও বাউল গানে’ সঞ্চারীর ২য় চরণে ‘সম্ভাবে’ স্থলে ‘স্বভাবে’ কথান্তর আছে।– পৃ. ৭৩-৭৪
Leave a Reply