যে আমায় পাঠালে এহি ভাব-নগরে,
মনের আঁধার-হরা চাঁদ,
সেই সে দয়াল চাঁদ
আর কতদিনে দেখবো তারে।
কে দিবে রে উপাসনা
করি রে আজ কি সাধনা
কাশীতে যাই কি, কাননে থাকি
আমি কোথা গেলে পাবো সে চান্দে রে।
মন-ফুলে পূজিব কি
নাম-ব্ৰহ্ম রসনায় জপি
কিসে দয়া তার হবে পাপীর ‘পর
কে বলবে সে সন্ধান করে।
ভেবে তারে পঞ্চ মতে
ঘুরে বেড়াই পঞ্চ পথে
যে পথ সরল সে পথে গরল
অধীন লালন বলে, তাইতে পড়লাম ফেরে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৫০-৫১; লালন-গীতিকা, পৃ. ২৬৪-৬৫; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১২২
লালনের এটি নতুন আঙ্গিকের গান। ধুয়ার ছন্দ-রীতি কখখক; স্তবকগুলির ছন্দ-রীতি খখগক। এরূপ ছন্দ ও সুর-লয়ে লালনের অন্য গান নেই।
Leave a Reply