যারে ধ্যানে পায় না মহামুনি,
আছে সেই অচিন মানুষ
মীন রূপ ধরিয়ে পানি।
আজব রঙের মীন বটে সে
সাত সমুদ্র জুড়ে আছে
সবার হাতের কাছে
চিনতে পারে কোন ধনী।
করবে সমুদ্র নির্ণয়
কোন যোগে তার কোন ধারা বয়
যোগ চিনে ডুবলে তাতে
মীনকে ধরা যায় আপনি।
যোগ বুঝে মীন পড়ে ধরা
জানতে পারলে নদীর ধারা
সিরাজ সাঁই বলছে খাড়া
লালন সে ঘাটে খায় চুবানি৷।
————
লালন-গীতিকা, পৃ. ৮০; হারামণি, ৭ম খণ্ড, পৃ. [২২]
Leave a Reply