মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে।
কেউ বলে রে শ্রীকৃষ্ণ মূল, কেউ বলে মূল ব্ৰহ্ম সে
ব্রহ্ম ঈশ্বর দুই তো
লেখা যায় সাধ্য মতো
উচানিচা কি তারও তো।
করিতে হয় সেও দিশে।
কোথা যাই কি বা করি।
বল রে ভাই গোলে হরি
লালন কয়, এক জানতে নারি
তাইতে বেড়ায় মন ভেসে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭২-৭৩; লালন-গীতিকা, পৃ. ৩০২-০৩।
গানটি অসম্পূর্ণ; সঞ্চারী অনুপস্থিত। ভাষার মধ্যেও আড়ষ্টতা আছে। সম্ভবত পদটি লালনের প্রথম বয়সের রচনা।
Leave a Reply