মানুষ অবিশ্বাসে পাইনে রে সে মানুষ-নিধি।
এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি৷
অধর চান্দের যতই খেলা
সর্ব উত্তম মানুষ-লীলা
বুঝে মন হলি ভোলা
মানুষ বিরোধী।
যে অঙ্গের অবয়ব মানুষ
জান না রে মন বেহুঁস
মানুষ ছাড়া নয় সে মানুষ
অনাদির আদি।
দেখে মানুষ চিনলাম না রে
চিরদিন মাথার ঘোরে
লালন বলে, এ দিন পরে
কি হবে গতি।।
———–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬১; লালন-গীতিকা, পৃ. ২৬৯; লালন ও তাঁর গান, পৃ. ৮৭
Leave a Reply