মন, মানুষ সত্য জান
বল যাও কোথায়।
হাওয়া রূপে এই দেহে
আল্লা আসে আল্লা যায়।
ও মানুষ আরও হাকিম হুকুম দেয়
আল্লা কেবা দেখতে পায়।
আল্লা বিনে আল্লার দুনিয়ায়
কেবা তাহার কল চালায়।
এই মানুষেই মানুষ আছে
মানুষ ধরা বিষম দায়।
এই মানুষই দুর্লভ জনম
সব গেল কোথায়।
ফকির লালন বলে, হায় রে হায়
কি করিয়া যাই কোথায়।
এই যে মানুষ, ঐ যে মানুষ
মানুষ ধরা বিষম দায়।।
————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০
Leave a Reply