ফুলে হয় ফলের পরিচয়।
ও তাই সাঁই রূপেতে জানা যায়।
মাকাল ফলে কাকে পাগল হয়।
শিমূল ফলের আশা করে গো সালিক রয়।
ও তার যেমনি আশা তেমনি দশা।
ঠোক দিলে ঠোক ভেসে যায়৷
আসমানেতে উদয় চন্দ্র সর্বলোকে কয়।
আবার দেহের মধ্যে আছে চন্দ্র, মেঘে ঘিরে রয়।
সিরাজ সাঁই কয়, শোনরে লালন
সে মানুষের করণ এই নয়।৷
————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৭২
Leave a Reply