পার কর দয়াল আমায় কেশে ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে।
মন-তরী ছয় জন সদায়
অবশেষ কুকাণ্ড বাধায়
ডুবালি ঘাটায় ঘাটায়
আজ আমারে।
ভব-কূপেতে আমি
ডুবে হলাম পাতালগামী
অপারের কাণ্ডারী তুমি
লও কেনারে।
আমি কার, কেবা আমার
বুঝে বুঝলাম না এবার
অসারকে ভাবিয়ে সার
প’লাম ফেরে।
হারিয়ে সকল উপায়
শেষে তোর দিলাম দোহাই
লালন কয়, দয়াল নাম সাঁই
জানবো তোরে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৪-৪৫
বাংলার বাউল ও বাউল গানে অন্তরা ও সঞ্চারী স্তবকদ্বয় এভাবে সংকলিত হয়েছে :
মন-তরী তার ছ’জন মাল্লায়
সদাই তারা কুকাণ্ড বাধায়।
ডুবালো ঘাটা ঘাটায়
আজ আমারে।।
ভব-তরঙ্গেতে আমি
ডুবে হলাম পাতালগামী
অপারের কাণ্ডারী তুমি।
আমায় লও না কেন ধরো।।– পৃ. ১৬-১৭
‘হারামণি’ ৭ম খণ্ডে অন্তরা স্তবক :
ছয় জন মন্ত্রী সদায়।
অশেষ কুকাণ্ড বাধায়।
ডুবাইলে ঘাট অঘাটায়
আজ আমারো– পৃ. ১১
Leave a Reply