পার কর হে দয়াল চাঁদ আমারে।
ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে।
পাপী অধম জীব তোমার
না যদি কর হে পার,
দয়া প্রকাশ করে।
পতিতপাবন পতিতনাশা
কে বলবে তোমারে।
হলে তোমার কৃপা
সাধন সিদ্ধি কোথা বা
কে করিতে পারে।
আমি পাপী তাইতে ডাকি
ভক্তি দেও মোর অন্তরে।
জলে-স্থলে সব জাগায়
তোমারি সব কীর্তিময়
ত্রিবিধ সংসারে।
না বুঝিয়ে অবোধ লালন
মলো বিষম ঘোরতরে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৬
বাংলার বাউল ও বাউল গান অন্তরার ৪র্থ চরণে ‘পতিতপাবন নাম আজ’ এবং আভোগে ২-৩য় চরণে ‘কীর্তি তোমার প্রকাশ পায় / নানান আকারে’। এরূপ কথান্তর আছে।- পৃ. ১৮।
‘মহাত্মা লালন ফকির’ গ্রন্থে অন্তরা ও সঞ্চারীর স্থান-বদল হয়েছে। এখানে সঞ্চারী রূপে উল্লিখিত স্তবকটি এভাবে আছে :
পাপী তাপী জীব তোমার
না যদি কর হে পার
দয়া প্রকাশ করে।
পতিতপাবন পাকনাশা
বলবে কে আর তোমারে।।– পৃ. ১০৬
Leave a Reply