পাবে সামান্যে কে তারে দেখা,
যার বেদে নাই রূপ-রেখা।
কি আকার ব্রহ্ম হয় সে
সদায় থাকে অচিন দেশে
দোসর নাইক তার পাশে
সে ফেরে একা একা৷
সবে বলে পরম ইষ্টি
কারও না হইল দৃষ্টি
বরাতে করিল সৃষ্টি
তাই লয়ে লেখাজোখা।
কিঞ্চিৎ ধ্যানে মহাদেবে
সে তুলনা আর কি হবে
লালন বলে, গুরু ভেবে
তবে যাবে সকল ধোকা।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৯; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৫৮-৫৯
‘লালন-গীতিকা’য় সঞ্চারীর ৩য় চরণে ‘বরাতে’ স্থলে ‘ছুরাতে” এবং আভোগের ১ম চরণে “নিশ্চিত ধ্যানে পায় মহাদব” কথান্তর আছে।– পৃ. ২৮
Gagan
“কি আকার ব্রহ্ম হয় সে” হবে না “নিরাকার আকার ব্রহ্ম হয় সে” এমনটা হবে
“কিঞ্চিৎ ধ্যানে মহাদেবে” না হয়ে এখানে “কিঞ্চিৎ ধ্যানে মহযোগে” হবে
এই গুলো ঠিক করা ব্যবস্থা করুন।
বাংলা লাইব্রেরি
লালনের গানের অনেক কথান্তর হয়। এই গানটা আমরা সোর্স উল্লেখ করেছি। আপনি অন্য কোনও সোর্স পেয়ে থাকলে পুরো গানটা দিতে পারেন, তাহলে সে ভার্সনটাও এখানে যোগ করে দেয়া যাবে। ধন্যবাদ।