পানিকাউর দয়াল পাখী
রাতদিন তারে জলে দেখি
হাবুডুবু করে মলো, তবুও
কাদা গায়ে মাখল না,
উপায় বল না।
আমার চিন্তা-জ্বর তো গেল না৷
এক কূল ভাঙ্গ্যা দুই কূল হইল
সেই গাঙ্গে লগি ঠাই না পাইল
সেই জাগায় নাও ডুবিল
তবুও মাস্তুল জাগল না।
সেই গাঙ দুইটা চলতি ছিল
কত সাধু নাও বাহিল
মাঝখানে তার চর পড়িল
তবু লালনের বেগ গেল না৷।
————
লালন ও তাঁর গান, পৃ. ৮০-৮১; হারামণি, ৮ম খণ্ড, পৃ. ৬২
Leave a Reply