নরেকারে দুজন নূরী ভাসছে সদায়।
ঝরার ঘাটে যুগ অন্তরে হচ্ছে উদয়৷
একজন পুরুষ একজন নারী
ভাসছে সদায় বরাবরি
উপর-আলা সদর বাড়ি
যোগ তাতে দেয়৷
মাস অন্তে সেই দুজনা।
আবেশে হয় দেখা-শুনা
জেনেছে সেই উপাসনা
কেউ ভাগ্যোদয়।
যে জানে সেই দুই নূরীকে
সিদ্ধ হবে যোগে জেগে
লালন ফকির প’লো ফাঁকে
মনের দ্বিধায়।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০৬-০৭; লালন-গীতিকা, পৃ. ৮১
Leave a Reply