ধ্যানে যারে পায় না মহামুনি।
ফেরে অচিন চাঁদ মোর
মীনরূপ ধরিয়ে পানি।
জগৎ-জোড়া মীন সেহি রে
খেলছে মন-সরোবরে
দেখতে সাধ হয় গো তারে
দেখ ধরে রসিক সন্ধানী।
নদীর গভীরে থাকে নির্জন
করিতে হয় নীর অন্বেষণ
যোগ পেলে ভাটি উজান
ধায় আপনি৷
যোগ বুঝে মন পড়ে ধরা
জানতে পায় সে যোগী যারা
কঠিন সে বন্ধন করা
লালন তাতে খেলে চুবানি।।
————
লালন-গীতিকা, পৃ. ২৬
Leave a Reply