দেখলাম কি কুদরতিময়।
বিনা বীজে আজগবি গাছ
চাঁদ ধরেছে তাই।
নাই সে গাছের আগাগোড়া
শূন্য ভরে আছে খাড়া
ফুল ধরে তার ফলটি ছাড়া
দেখে ধান্ধা হয়।
বলবো কি সেই গাছের কথা
ফুলে মধু ফলে সুধা
সরবতে হরে ক্ষুধা।
দরিদ্রতা যায়।
জানলে গাছের অর্থখানি
চেতন বটে সেহি ধনি
গুরু বলে তারি মানি
লালন ফকির কয়।।
————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৪১১
‘লালন-গীতিকা’য় সঞ্চারীর ৩য় চরণে ‘সরবতে’ স্থলে ‘সৌরভেতে’ কথান্তর আছে। পাঠটি অধিক সংগত। এর আভোগের পাঠটি নিম্নরূপ :
যে জানে তার অর্থ বাণী
সে তো গুরুর চেতন ধনি।
আমি তারে মুরশিদ বলি
লালন ফকির কয়।।– পৃ. ১২৩
Leave a Reply