দয়াল, তোমার বৈ আর জানি না।
তোবা গাছের(১) সন্ধান পেলেম না।
হাদিসে খবর আছে
ঊর্ধভাব তোবা গাছে
সে গাছের লাখ লাখ শিকড়
শিকড় কাটলে গাছ মরে, হুতাশে প্রাণ বাঁচে না৷
হায়াত মউত তার পাতে লেখা
আছে গাছ তার চামে ঢাকা
সে গাছের গোড়া পানির ভিতর
আজরাইল বসে ডালে, দৃষ্ট করে দেখে পাতা পাকে না।
লালন কয়, গাছের তরে
গাছ আছে শূন্য ভরে
সে গাছের তুলনা চলে না
প্রত্যেক দিন সে আহার করে, আমি খুঁজে পেলেম না৷।
————
হারামণি, ২য় খণ্ড, পৃ. ৬
লালনের গানের ভাব-ভাষার মাধুর্য ও ছন্দ-লালিত্য এই গানে নেই। হতে পারে, গানটি অন্যের রচনা, লালনের ভনিতা জুড়ে দেওয়া হয়েছে। লালন সাধারণত এ পদ্ধতিতে ভনিতা লিখেন নি। গানের আঙ্গিকও সম্পূর্ণ ভিন্ন ধরণের।
১. তোবা গাছ– বেহেস্তের এক প্রকার বৃক্ষ। কোরানের ১৩ সুরা ২৯ আয়াতে এই গাছের উল্লেখ আছে।
Leave a Reply