দয়াল, তোমার নামের তারিফ করি
সাধ্য কি আমার
তুমি মারিলে মারিতে পার
তোমার লীলা অতি চমৎকার।
ইফসুফ নবীকে কুয়ায় ফেলে
খোয়াজ পীরকে পাঠাইলে
মায়ের কোলে হাসে ছেলে
ঐ রূপে করলে উদ্ধার।
মহা হুঙ্কার রবে অগ্নি জ্বেলে
খলীলকে দিলে তার মধ্যে ফেলে
অগ্নিকে ফুল-বাগিচা করলে
মহিমা তোমার কি চমৎকার।
কোন নাম তোমার অষ্ট পষ্ট
কোন নাম নিলে জীবের সারে কষ্ট
লালন বলে, নামও মিষ্ট
চার বেদের সমাচার।।
————
হারামণি, ৫ম খণ্ড, পৃ, ১০৫; ৭ম খণ্ড, পৃ. ৪০০
Leave a Reply