তিল পরিমাণ জায়গাতে কি কুদরতিময়।
একজন নাড়া জগৎ জোড়া সেইখানেতে বারাম দেয়।
আমি বলবো কি সেই নাড়ার গুণ-বিচার
চার যুগে তার রূপ নর কেশব
অমাবস্যা নাই সে দেশেতে, দিন সেখানে সদাই রয়।
ভাবের নাড়া ভাব দিয়ে বেড়ায়
সে যা ভাবে সেই হয়ে দাঁড়ায়
রসিক যারা বসে তারা পেঁড়োর খবর পিড়েয় পায়৷
শতদল সহস্রদলের দল
নাড়ার ঠাকুর নাড়ছে সদাই ফল
লালন বলে, জানি কবে ফল ফেলিয়ে নাড়া যায়৷।
————
লালন-গীতিকা, পৃ. ৯১-৯২
Leave a Reply