তারে দিব্যজ্ঞানে দেখ না মনুরায়।
ঝরার খালে বাঁধ বাঁধিলে
রূপের মানুষ ঝলক দেয়।
পূর্বদিকে রত্নবেদী
ডালিমের পুষ্প-আদি
তাতে সদায় রূপাকৃতি
মেঘে বিজলী চমকের প্রায়।
অথাই ক্ষিরোদের মাঝে
অখণ্ড শিখর ভাসে
রত্নবেদী ঊর্ধপাশে
সেথায় কিশোর-কিশোরী রয়।
রূপের আশ্রিত যারা
সব খবরের জবর তারা
লালন কয় দফাসারা
সে মানুষ ফাঁদ পেতে ত্রিবেণী রয়।।
————
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১১৯
কথান্তর :
তারে দিব্যজ্ঞানে দেখ না মনুরায়।
ঝরার খালে বাঁধ বাধিলে
রূপের মানুষ ঝলক দেয়।
দেহের পূর্বদিকে রত্নবেদী
তার উপরে খেলছে জ্যোতি
সে দেখেছে ভাগ্য গতি
ডালিম্ব পুষ্প-জ্যোতি
তাতে বা কিরূপ আকৃতি,
বিজলী চটকের ন্যায়।
অথৈ ক্ষিরোদ রসে
অখণ্ড শিখর ভাসে
রাত্রদিবা নাই যে দেশে
কিশোর কিশোরী রয়।
শ্রীরূপ আশ্রিত যারা
সব খবরের জবর তারা
লালন বলে, অধর তারা
ফাঁদ পেতে ত্রিবেণীময়।।– হারামণি, ৭ম খণ্ড।
Leave a Reply