জান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা।
নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা।
নূরে নবীর জন্ম হয়
নূর গঠনে অটলময়
কান্দরা।
নূরেতে মকাম মঞ্জিল উজ্জ্বল করা
আছে নূরের শ্রেষ্ঠ নূর
জানে সদায় সুচতুর
জীব যারা
যে নূরের আলোতে হয় নূর-জহরা।
নিভলে নূরের বাতি
এসে ঘিরবে কাল দ্যুতি
চৌ-মহড়া
লালন বলে, থাকবে পড়ে সাধের পিঞ্জরা।।
————
লালন-গীতিকা, পৃ. ১৫২। কথান্তরঃ
জান গা নূরের খবর যাতে নিরঞ্জন ঘিরা।
নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা।
নূরে নবীর জন্ম হয়
সে নূর গঠলেন অটলময়
কাঙ্গুরা।
নূরের হিল্লোলে বর্ত নূর জোহুরা।
সে নূরের শ্রেষ্ঠ নূর
জানে সচেতন
জীব যারা।
নূর গঠেছে নূর মহম্মদ খাকের পিঞ্জরা।
যেদিন নিভিবে নূরের বাতি
ঘিরবে এসে কাল-দূতী
চৌ-মহলা।
লালন বলে, পড়ে রবে সাধের পিঞ্জরা।।– বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৬
গানটির আঙ্গিক ও সুর-কাঠামো ভিন্নতর। এর ছন্দ-রীতি খখ কক। অন্তরা, সঞ্চারী ও আভোগের ৩য় চরণে এক পর্বের একটি পঙক্তি দিয়ে নাচের দোলা সৃষ্টি করা হয়েছে। ভক্ত বাউল গান ও নাচের সময় এই পর্বে হঠাৎ বাঁক নেয়।
Leave a Reply