চিনবে তারে এমন আছে কোন ধনি।
নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি।
বেদ আগমে জানা গেল
ব্রহ্মা যারে হার্দ্য হল
জীবের কি সাধ্য বল
তারে চিনি।
কত কত মুনি জনা
করিয়ে রে যোগ সাধনা
লীলার অন্ত কেউ পেল না
লীলা এমনি।
সবে বলে কিঞ্চিৎ ধ্যানী
গণ্য সে হল শূলপাণি
লালন বলে, কবে আমি
হব তেমনি৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৩; লালন-গীতিকা, পৃ. ৩০৭
Leave a Reply