গোসাঁই আমার দিন কি যাবে এই হালে;
আমি পড়ে আছি অকূলে(১)।
কত অধম পাপী তাপী অবহেলে তরিলে।
জগাই মাধাই দুটি ভাই
কান্দা ফেলে মারলে গায়
তারে যে(২) নিলে।
আমি পাপী ডাকছি সদায়
দয়া হবে কোন কালে।
অহল্যা পাষাণ ছিল
সেও তো মানুষ হইল
তোমার চরণ-ধূলাতে
আমি তোমার কেউ নহি গো
তাই কি মনে ভাবিলে।
তোমার নাম লয়ে যদি মরি
দেখবে তবু তোমারি
আর যাব কোন কূলে।
তোমা বই কেউ নাই আমার
অধীন লালন কেন্দে বলে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৭-৪৮
এই গানে স্তবক বিন্যাসে অভিনবত্ব আছে। সাধারণত চার চরণ দ্বারা স্তবক গঠিত হয়; অন্ত্যমিলের রীতিটি হল খখখক। এখানে খখক খক এই রীতি অনুসৃত হয়েছে।
কথান্তর : ১. জঙ্গলে; ২. তো।– বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২০
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে গানটির অনেক পাঠভেদ আছে। এরূপ বিকৃত পাঠ গ্রহণযোগ্য নয়। পৃ. ১০৩
Leave a Reply