কে বুঝিতে পারে কুদরতি।
সে যে আপনি জাগে আপনি ঘুমায়
আপনি ঘোরে অশেষ প্রীতি।
গগনের চাঁদ গগনে রয়
ঘটে পটে তার জ্যোতির্ময়
অমনি যেন খোদ খোদা হয়
অনন্ত রূপ আকৃতি৷
নিরূপ বটে সেহি খোদা
অনেকেতে তাই কয় সদা
আহমদের করে কেবা
নামের সৃষ্টি হল উৎপত্তি৷
আদমের এ দেহের মাঝে
হায়াত রূপে কে বিরাজে
লালন বলে, তাই না বুঝে
আজাজিলের দুর্গতি৷।
————
লালন-গীতিকা, পৃ. ১৬৮
Leave a Reply