কি শোভা দ্বি-দলময়।
মন-মোহিনী রূপ ঝলক দেয়া।
কিবা রে রূপের বাখানি
লক্ষ লক্ষ যন্ত্র জিনি
ফণী মণি সৌদামিনী
সে রূপের তুলনা নাই।
সহজ সুরাগের গোরা
রস-কূপে আছে ঘেরা
কিরণে চমকে পারা
দ্বি-দলে ব্যাপিত হয়৷
সে রূপ জাগে যার নয়নে
কি কাজ তার ও বেদ সাধনে
দীনের অধীন লালন ভনে
রসিক হলে জানা যায়।।
————
লালন-গীতিকা, পৃ. ৮৩
Leave a Reply